বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী সরকার স্বীকৃত লুটেরাদের সরকার। তারা ব্যাংকের রিজার্ভ লুটপাট করেছে, শেয়ার বাজার লুট করেছে। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, এরা জনগণের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার হরণ করেছে। তাই অবৈধ ফ্যাসিস্ট এই সরকারকে জনগণ আর চায় না। জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের ১ম দিন সন্ধ্যায় ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর কাকরাইলে সড়ক অবরোধে তিনি একথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, আবু সায়েম, এডভোকেট সুলতানুর রহমান, মোস্তাফিজুর রহমান শাহীন, জামায়াত নেতা আ ফ ম ইউসুফ, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ড. হেলাল উদ্দিন বলেন, আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল দাবি দেশের জনগণের গণ-দাবিতে পরিণত হয়েছে। একতরফার নির্বাচন জনগণ মানে না। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের মতামতকে তোয়াক্কা না করে একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে পড়েছে। এই আসন ভাগাভাগির হাস্যকর নির্বাচন দেশের জনগণ দেখতে চাই না। তাই অবিলম্বে এই তফসিল বাতিল করতে হবে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।