বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ চলছে। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রামের কর্মসূচি চলবেই ইনশাআল্লাহ। গণদাবী মেনে অবিলম্বে এই অবৈধ আওয়ামী সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল বাতিল করে সবার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ।
তিনি আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ম দফা অবরোধের ২য় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধে নেতৃত্ব প্রদানকালে এসব কথা বলেন। জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ঠ রায় ও ফরমায়েশি একতরফা তফসীল ঘোষণার প্রতিবাদে এবং জালেম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ৯ম দফা অবরোধের ২য় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, আবু আম্মার, এসএম শামসুল বারী, মু’তাসিম বিল্লাহ, নুর উদ্দিন, ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসাইনীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ।
এছাড়াও আজ ৪ ডিসেম্বর ৯ম দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে একই দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতা-কর্মীরা।
শনির আখড়ায় সড়ক অবরোধ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ম দফার ২দিন ব্যাপী অবরোধের ২য় দিনে রাজধানীর শনির আখড়ায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার সদস্য এম এ রহিম, সাদেক বিল্লাহ, নওশের আলম ফারুক, রাসেল মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অবরোধে বাধা দিতে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জামায়াত নেতাকর্মীদের ধাওয়ায় তারা স্থান ত্যাগ করে।
রাজধানীর সবুজবাগে সড়ক অবরোধ
৯ম দফার ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে আজ রাজধানীর সবুজবাগে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মতিউর রহমান, আবু নাবিল, এম আর জামান, বনি ইয়ামিন, আবু মাহি, এডভোকেট রিয়াজ উদ্দিন, শ্রমিক নেতা সোহেল রানা মিঠু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ম দফার ৪৮ ঘন্টা ব্যাপী অবরোধের ২য় দিনে রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার এম. ডি আলীর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু জয়নব, মোজাফফর হোসাইন, মোহাম্মদ আবু মৃধা, আবু সায়েম, জসিম উদ্দিন, ছাত্রনেতা সৌরভ ও শ্রমিক নেতা নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লালবাগে সড়ক অবরোধ
জামায়াতে ইসলামীর ৯ম দফার ২দিন ব্যাপী অবরোধের ২য় দিনে রাজধানীর লালবাগ এলাকায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুল বারীর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মাহফুজ, আবু সায়েম সহ লালবাগ জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হাজারীবাগে সড়ক অবরোধ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৯ম দফার ২দিন ব্যাপী অবরোধের ২য় দিনে রাজধানীর হাজারীবাগে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার সদস্য মুজিবুর রহমান, আব্দুস সামাদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।