বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, আজকে ৭২ ঘণ্টাব্যাপী সমগ্র দেশ অবরোধের ৩য় দিন চলছে। আমাদের এই অবরোধ ভোটচোরের বিরুদ্ধে, স্বৈরাচার শাসকের বিরুদ্ধে, এই অবৈধ সরকারের অপশাসন, অত্যাচার ও দূর্নীতির বিরুদ্ধে। এই ফ্যাসিস্ট সরকার জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে, এমনকি মানুষের স্বাভাবিক মৃত্যুর অধিকারকেও হরণ করে নিয়েছে। এদেশের মানুষের অধিকার আদায়ে রাস্তায় নেমে এসেছে তারা এই অবৈধ আওয়ামী সরকারকে আর এক মূহুর্তও ক্ষমতায় দেখতে চাই না। আমরা রাজপথে নেমেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরে যাবো না। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই অবরোধসহ নানা ধরনের আন্দোলন কর্মসূচি চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রয়োজনে আরও রক্ত দিবে তবুও এদেশকে এই ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ। তিনি সকলকে স্বৈরাচার পতনের আন্দোলনে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানান।
তিনি আজ সকালে রাজধানীর কমলাপুরে রেললাইন ও সড়ক অবরোধকালে একথা বলেন। অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ৩ দিনের সড়ক, নৌ-পথ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ ৩য় দিনেও সকালে রাজধানীর কমলাপুরে রেলপথ ও সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল থানা। অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, শামছুল বারী, সোহেল রানা মিঠু, মুহাম্মদ নুরুদ্দিন, মুতাসিম বিল্লাহ, ইমাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও আজ তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে জামায়াতের অবরোধ কর্মসূচী পালিত হয়।
আজিমপুরে সড়ক অবরোধঃ
অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত ৩দিন ব্যাপী সমগ্র বাংলাদেশে সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবরোধের ৩য় দিনের সকালে ঢাকা মহানগরী দক্ষিণের আজিমপুর মেইন রোড অবরোধ করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মতিউর রহমান, শামীমুল বারী, আনিসুর রহমান, আব্দুল ওহাব, রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় দেলাওয়ার হোসেন বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে বর্তমান ক্ষমতাসীন সরকার জগদ্দল পাথরের মতো জনগণের বুকের উপর চেপে বসেছে। তারা সারাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। আজ তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই অবস্থা থেকে দেশের মানুষ ও দেশকে রক্ষার জন্য জামায়াতে ইসলামী সহ বিরোধী জোটের অবরোধ কর্মসূচি চলছে। এমতাবস্থায় এই স্বৈরাচারের হাত থেকে জনগণ আজ মুক্তি চায়, এজন্য তারা রাজপথে নেমে এসেছে। জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না ইনশাআল্লাহ।
ডেমরায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধঃ
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী অবরোধের তৃতীয় দিনে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু নাবিল, আব্দুল্লাহ আল আমিন, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোঃ শাহজাহান, মতিউর রহমান, এডভোকেট রিয়াজ উদ্দিন, মির্জা হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ধানমন্ডিতে সড়ক অবরোধঃ
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩দিন ব্যাপী অবরোধের ২য় দিনে রাজধানীর ধানমন্ডিতে সড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি থানার নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিকের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্যবৃন্দ জনাব মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, আখতারুল ইসলাম, শহিদুল ইসলাম, মাহফুজ আলম, এডভোকেট জোবায়দুর রহমান, মোহাম্মদ কাওছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যাত্রাবাড়ীতে সড়ক অবরোধঃ
অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত ৩দিন ব্যাপী সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবরোধের ৩য় দিন সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহিম, মাওলানা আমিনুল ইসলাম, সাদেক বিল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।