বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন বলেন, বর্তমান এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করেছে। ২০১৪ ও ২০১৮ এর মত আরেকটি নির্বাচন করতে মরিয়া হয়ে গেছে। এ সরকার প্রশাসনের মাধ্যমে আরেকটির প্রহসনের নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এই অগণতান্ত্রিক অবৈধ ও রাতের ভোটের সরকার আবারো গণতান্ত্রিক অধিকার হরণ করার পায়তারা করছে। তারা বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণার ষড়যন্ত্রে মেতে উঠেছে। দূর্বার গণ-আন্দোলনের মাধ্যমে তাদের গণবিরোধী তফসিল ঘোষণার যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। যতক্ষন না জনগণের দাবি আদায় হচ্ছে ততক্ষন আমরা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি হবে না। জনগণ মনে করে, ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে এই সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে। তাই অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে ইনশাআল্লাহ।
তিনি আজ রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ডে জামায়াতের অবরোধ চলাকালে সেখানে নেতৃত্ব প্রদানকালে এসব কথা বলেন। অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও আলেম-ওলামাদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫ ও ৬ নভেম্বর দুই দিনের ৪৮ ঘণ্টার সড়কপথ, নৌপথ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়। এমসয় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শামিউল ইসলাম, মতিউর রহমান, সাইফুল আলম,আব্দুল মালেক প্রমূখ নেতৃবৃন্দ।
জুরাইন রেলগেট অবরোধ জামায়াতের :
এদিকে রাজধানীর জুরাইন রেলগেট অবরোধে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন। এসময় তিনি বলেন, আজকের অবরোধ ২০১৪ সালের প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে, আজকের অবরোধ ২০১৮ সালের রাতে ভোটের বিরুদ্ধে আজকের অবরোধ জালিমশাহীর অত্যাচার জুলুমের বিরুদ্ধে। আজকের অবরোধ সারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের এই অবরোধ ভোটচোরের বিরুদ্ধে, স্বৈরাচার শাসকের বিরুদ্ধে, এই অবৈধ সরকারের অপশাসন, অত্যাচার ও দূর্নীতির বিরুদ্ধে। আমরা রাজপথে নেমেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরে যাবো না। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই অবরোধসহ নানা ধরনের আন্দোলন কর্মসূচি চলছে এবং চলবে ইনশাআল্লাহ। তিনি সকলকে স্বৈরাচার পতনের আন্দোলনে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানান। এমসয় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিন, মো. শাজাহান, মীর বাহার আমিরুল ইসলাম, কবিরুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য হেলাল উদ্দিন, ইঞ্জি. হাবিবুর রহমান ছাত্রনেতা দেলাওয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও আজ ৪৮ ঘণ্টার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে জামায়াতের অবরোধ কর্মসূচী পালিত হয়।
ডেমরা যাত্রাবাড়ী সড়ক অবরোধ:
রাজধানীর ডেমরা যাত্রাবাড়ী মহাসড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ডেমরায় মহাসড়ক অবরোধ করে জামায়াতের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী,মাও সাদিক বিল্লাহ, আবদুর রহিম জীবন মির্জা হেলালসহ, মাও দেলোয়ার, ইঞ্জি তমিজ উদ্দীন ও জসিম উদদীন সহ নেতৃবৃন্দ।
বাসাবো বিশ্বরোড অবরোধ :
রাজধানীর বাসাবো বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দ্বিতীয় দফায় ২দিন ব্যাপী অবরোধের কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান এর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু নাবিল, আব্দুল্লাহ আল আমিন, মতিউর রহমান, এডভোকেট রিয়াজ উদ্দিন, মোঃ শাহজাহান, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর পূর্ব শাখার এইচআরডি ও পাঠাগার সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল, বিজ্ঞান সম্পাদক হাসিব আহমেদ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হাজারীবাগে অবরোধ :
রাজধানীর হাজারীবাগ ধানমন্ডি এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। দ্বিতীয় দফার ২দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিক, মজলিসে শুরা সদস্য মুজিবুর রহমান খান ও শহিদুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাজাহানপুরে অবরোধ :
রাজধানীর শাজাহানপুর এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে অবরোধের ২য় দিনে শাজাহানপুরে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালামের নেতৃত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহিন আহমেদ খান, শরিফুল ইসলাম, ইমাম হোসাইনসহ প্রমূখ নেতৃবৃন্দ।