বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে দেশব্যাপী পূর্ব ঘোষিত ১২ ও ১৩ নভেম্বর, চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার দু’দিনের সড়কপথ, নৌপথ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অবরোধের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। চতুর্থ দফায় ডাকা এই অবরোধ সফল করায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে নগরবাসীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকারের জুলুম-নির্যাতন, হত্যা, সন্ত্রাস, গুপ্ত হত্যা ও নৈরাজ্য মোকাবেলায় বিক্ষুব্ধ জনতা রাজপথে নেমে এসেছে। তারা সর্বাত্মকভাবে অবরোধ পালন করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন করছে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার জন্য। আমাদের আন্দোলন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল নেতাকর্মী ও আলেম ওলামার মুক্তির জন্য। আমরা আন্দোলন করছি দেশের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাধ্য করে দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, আমাদের এই অবরোধ আন্দোলন সংগ্রাম এদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই অবৈধ সরকার জনগণকে বঞ্চিত করে ফ্যাসিস্ট কায়দায় বিগত ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও ক্ষমতায় যেতে চায়। কিন্তু আজ জনগণ ঐক্যবদ্ধ, বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ। এদেশের মানুষ আগামীতে আর এই স্বৈরাচার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।