বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ভোট চোরের বিরুদ্ধে জামায়াতের হরতাল চলছে এবং চলবে। অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করতে হবে। নতুন তফসিলের মাধ্যমে দেশে সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। না হলে বিক্ষুব্ধ এই জনতা ঘরে ফিরে যাবে না। ঢাকা নগরবাসীকে আহ্বান জানায়, আসুন আগামীকাল ১৯ নভেম্বর ও ২০ নভেম্বর হরতাল পালন করে এই সরকারকে জানিয়ে দেই জনগণের দাবি মানতে হবে। এই একতরফার নির্বাচন জনগণ মানে না। জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের মতামতকে তোয়াক্কা না করে একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে পড়েছে। তারা আওয়ামী লীগের কথার প্রতিধ্বনি করে সাংবিধানিক পদে থাকার যোগ্যতা হারিয়েছে। এমন নির্বাচন কমিশন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তাই অবিলম্বে এই তফসিল বাতিল করতে হবে। অন্যথায় হরতাল সহ দেশে গণআন্দোলনের মাধ্যমে ঘোষিত এই একতরফা তফসিল বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে।
তিনি আজ সন্ধ্যায় রাজধানীর দৈনিক বাংলা ফকিরাপুল সড়কে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে একথা বলেন। ঘোষিত তফসিল বাতিল, অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ১৯ ও ২০ নভেম্বরের দেশব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর ফকিরাপুল পানির ট্যাংকির সড়কে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ। সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, শামীমুল বারী, সোহেল রানা মিঠু, মুহাম্মদ নুরুদ্দিন, মুতাসিম বিল্লাহ, ইমাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ড. হেলাল উদ্দিন বলেন, মূলধারার বিরোধীদল ও দেশের অধিকাংশ মানুষ আওয়ামী লীগ সরকারের নির্বাচনে আগ্রহী নয় জেনেও এ আজ্ঞাবহ দলকানা কমিশন তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে তারা নিজেদেরকে দলীয় দাসে পরিণত করেছে। বিরোধী দলগুলোর তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠা ও আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে মানুষের জনসমর্থন দেখে তারা ভীত হয়ে পড়েছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোও বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। কিন্তু বর্তমান সরকার নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে সব মহলের দাবিকে অগ্রাহ্য করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে কোনো দেশপ্রেমিক মানুষ এ অবস্থায় ঘরে বসে থাকতে পারে না। আমরা সকল রাজনৈতিক দল ও জনগণকে চলমান গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।
এছাড়াও আজ সন্ধ্যায় হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়।
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল :
আজ সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঘোষিত দেশব্যাপী ১৯ ও ২০ নভেম্বরের ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য শাহজাহান খান, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা বাইজিদ হাসান, এডভোকেট একে আজাদ ও মহানগরী দক্ষিণ ছাত্রশিবিরের নেতা আবদুর রব সহ প্রমুখ।
খিলগাঁও বনশ্রীতে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ :
আজ সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঘোষিত দেশব্যাপী ১৯ ও ২০ নভেম্বরের ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে খিলগাঁও বনশ্রী এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালামের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, মো. শাহজাহান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজেদুর রহমান শিবলী, আবু মুয়াজ, খিলগাঁও পূর্ব থানা সেক্রেটারি এডভোকেট এস এম খোকন, মধ্য থানা সেক্রেটারি খোরশেদ আলম মজুমদার, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখার তাজুল ইসলাম ফয়সাল, খিলগাঁও থানা সভাপতি নাঈম ইসলাম সহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ধানমন্ডি মিরপুর রোডে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল :
প্রহসনের তফসিল বাতিল, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, এই সরকারের পদত্যাগ ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিরোধী দল মতের সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে ১৯ ও ২০ নভেম্বর দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালনের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর ধানমন্ডি মিরপুর রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন মহানগরী মজলিশে শূরা সদস্য এড জসীম উদ্দিন তালুকদার, উপস্থিত ছিলেন আবু শাহাদাত মোহাম্মদ আলী, জাহিনুর রহমান, মাহবুব রশীদসহ থানা সেক্রেটারি গোলাম ছরওয়ার, এড জোবয়দুর রহমান বাবু, এড আব্দুল বারী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা হাফেজ রাশেদুল ইসলাম, ঢাকা কলেজ সভাপতি শিশির হোসাইন, সেক্রেটারি মুস’আব আবদুল্লাহসহ প্রমুখ নেতা-কর্মীবৃন্দ।
রাজধানীর সায়েদাবাদে পুলিশের বাঁধার মুখেও হরতালের সমর্থনে মিছিল :
তফসিল প্রত্যাহার, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর হরতালের সমর্থনে রাজধানীর সায়েদাবাদ এলাকায় মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্বে মিছিল অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সূত্রাপুর-ওয়ারী-গেন্ডারিয়া জোনের বিভিন্ন থানা আমির সেক্রেটারি ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
শ্যামপুর দয়াগঞ্জ রেলগেটে হরতাল সমর্থনে মিছিল :
অবৈধ তফসিল বাতিল ও হরতাল সমর্থনে দয়াগঞ্জ রেলগেটে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের নেতাকর্মীরা। শ্যামপুর দয়াগঞ্জ রেলগেটে এই এ কর্মসূচি পালন করে তারা। ঢাকা মহানগরীর দক্ষিণ এর মজলিসে শূরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিন এর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিস এ শুরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, হেলাল উদ্দিন ও ডা. রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।