আগামী ৪ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। রাজধানীর পল্টন এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন উত্তর থানা আমীর মুজিবুর রহমান, জামায়াত নেতা এডভোকেট মারুফুল ইসলাম, ইউসুফ আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের ভোটের ও ভাতের অধিকার রক্ষার জন্য, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ আলেম ওলামা ও নেতৃবৃন্দের মুক্তির জন্য, একইসাথে কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠার দাবীতে আগামী ৪ আগষ্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশে যোগদানের মাধ্যমে জনগণের অধিকার আদায়ের এই সংগ্রামে ভুমিকা রাখার জন্য আমরা রাজধানীবাসীর প্রতি উদাত্ব আহবান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন ফলে আমরা প্রত্যাশা করব পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সমূহ আমাদের শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবেন। এই শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের মাধ্যমে জনগণের চলমান এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশে সত্যিকার শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। ক্ষমতাসীন এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটা দেশের জনগণ কোনো ভাবেই বিশ্বাস করে না। জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অংশ হিসেবে সমাবেশ বাস্তবায়ন ও আন্দোলনের মাধ্যমে নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষ আজ দিশেহারা। দেশের এই পরিস্থিতিতে আমরা বসে থাকতে পারি না। জামায়াতে ইসলামী একটি নিপিড়িত মজলুম সংগঠন। দেশের মানুষ ও মানবতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এদেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে দলে দলে যোগদান করার জন্য রাজধানীবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।