বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজ কোর্ট শাখার উদ্যোগে আজ ২২ জুলাই ২০২৩, শনিবার দুপুরে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের পেশাগত মান-উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ঢাকা জজকোর্ট শাখার সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট মোঃ আবু বাক্কার ছিদ্দিকের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, এডভোকেট লুৎফর রহমান, অধ্যাপক মাওঃ এহসানুল হক, এডভোকেট মোঃ জাহাংগীর হোসেন, এডভোকেট সাইফুল্লাহ ইসলামাবাদী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের নিজেদের দক্ষতার উন্নয়ন করতে হবে। শুধুমাত্র আইনের বই পড়ে বা মামলার কাগজপত্র পড়ে সফল উকিল হওয়া যাবে না। সফল হতে হলে আইন বই, সংশ্লিষ্ট কাগজপত্রের সাথে আদালতের প্রিসাইডিং অফিসারকেও পড়তে হবে, স্টাডি করতে হবে। যিনি যত বেশী দক্ষ বিচারক তিনি ততো ভাল আদেশ প্রদান করেন। যিনি যত বেশী দক্ষ আইনজীবী তিনি ততো ভাল রায় বের করে নিয়ে আসতে পারেন। আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির সাথে সাথে নৈতিকতার প্রশিক্ষণ নেওয়া অতীব জরুরী। আইনজীবীদেরকে চারিত্রিকভাবে ন্যায়পরায়ণ ব্যক্তি হতে হবে। পেশাগত দায়িত্ব পালনের সাথে সাথে একজন মুসলিম হিসেবে কুরআনের আদর্শে বলীয়ান হয়ে আইন অঙ্গনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এক গভীর সংকট ও ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণের বাক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার হরণ করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিনত করা হয়েছে। দেশের জনগণ আজ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই। বঞ্চিত অসহায় প্রতিটি মানুষের ভাতের অধিকার চাই। জনগণের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যেমন জনগণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলও আমাদেরকে তীক্ষভাবে পর্যবেক্ষণ করছে। তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আইনজীবীসহ সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।