বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনাপাড়া থানার উদ্যোগে মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণের উপর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ সোমবার, ১৭ এপ্রিল স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর *আব্দুস সবুর ফকির*। কোনাপাড়া থানা আমীর আবু জয়নবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আবু সায়েম, মাওলানা ওমর ফারুক, মাওলানা শরীফুল ইসলাম, হারুনুর রশিদ, ঈমাম হোসাইন মিরাজ, মাস্টার নাসির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
আব্দুস সবুর ফকির বলেন, “মানবজীবনের সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত রয়েছে। এই কুরআন সঠিকভাবে বুঝতে হলে কুরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তাহলেই কুরআন থেকে ফায়দা হাসিল করা যাবে। আজ রাষ্ট্রের সকল সেক্টরে কুরআনের বিধান বাস্তবায়ন করা সময়ের দাবি।”