বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ রাজধানী ঢাকাবাসীর প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও সিয়াম পালনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আহবান জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেন।
যৌথ বিবৃতিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দ বলেন, রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে সিয়াম সাধনার মাস রমজান আমাদের মাঝে সমাগত। মাহে রমজান আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। পবিত্র এ রমজানই কুরআন নাজিলের মাস। মানবতার মুক্তির সনদ এই কুরআনের অনুশাসন মেনে চলার মাধ্যমেই আমাদের দুনিয়ায় শান্তি ও পরকালিন মুক্তি সম্ভব। ফলে পবিত্র কুরআন অধ্যয়নের মাধ্যমে কুরআনের জ্ঞান অর্জন এবং সেই অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার দৃঢ় সংকল্প গ্রহণ করার মাধ্যমেই সত্যিকার অর্থে পবিত্র রমজান মাসের হক আদায় করা সম্ভব হবে। কুরআন থেকে হেদায়াত লাভের জন্য যে মন-মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই মন ও চরিত্র গঠনের উদ্দেশ্যেই আল্লাহ তা’য়ালা মাহে রমাজানের সিয়াম পালনকে আমাদের জন্য ফরজ করেছেন। পূর্ণ মর্যাদা ও তাকওয়ার সাথে হক আদায় করে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হতে হবে পাশাপাশি সমাজ থেকে অশ্লীলতা ও বেহায়াপনা দূর করার জন্য আমাদের প্রচেস্টা চালাতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশ ও জাতি আজ কঠিন সংকটে নিপতিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, গ্যাস সবকিছুর মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। এমতাবস্থায় রমজানে সাধারণ মানুষের জীবনযাপন সহনীয় করতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে বাজার নিয়ন্ত্রণের বিকল্প নেই। দেশে আজ জানমালের কোনো নিরাপত্তা নেই। বিরোধী দল ও মতের প্রতি সরকার দমন পীড়ন অব্যাহত রেখেছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমীরে জামায়াত সহ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে রেখেছে। নেতৃবৃন্দ ঈদের পূর্বেই পবিত্র রমাজানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর ও সাবেক এমপি আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল সহ সকল জামায়াত নেতৃবৃন্দ, বরেণ্য আলেম ওলামা ও বিরোধী দলের নিরপরাধ নেতা-কর্মীকে মুক্তি দেওয়ার উদাত্ত আহবান জানান।
এছাড়াও নেতৃবৃন্দ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের কাছে নিম্নোক্ত আহ্বান জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। কুরআন পড়ুন-কুরআন বুঝুন এবং আল-কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। সুদ, ঘুষ, মদ, জয়া ও দুর্নীতি থেকে বিরত থাকুন। ফেইসবুক. ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন এবং সিনেমা হলে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করুন। নির্ধারিত খাতে যাকাত পরিশোধ করে নিজের সম্পদকে পবিত্র রাখুন। অসহায়, বঞ্চিত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করুন।