বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার ও সাঁজানো মিথ্যা অভিযোগে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে আজ শনিবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর ব্যস্ততম এলাকা কমলাপুর রেলস্টেশনের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মু. শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, আব্দুর রহমান, মোবারক হোসাইন, শেখ শরিফ উদ্দিন আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুল কাইউম মুরাদ, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি আরিফ হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুর রহমানসহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ।
ড. হেলাল উদ্দিন বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় ও সকল অপশক্তির বিরুদ্ধে জামায়াত সব সময়ে সোচ্চার ভূমিকা পালন করে এসেছে। দেশের মানুষ যখনই কোন বিপদ ও দুর্যোগের সম্মুখীন হয়েছে তখনই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মানবিক সাহায্য নিয়ে সকলের কাছে ছুটে গেছেন। অথচ এই নিশি রাতের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় বসা এই আওয়ামী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা ও সাঁজানো অভিযোগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড দিয়েছে। আমরা ক্ষমতাসীনদেরকে হুঁশিয়ার করে বলতে চাই অনতিবিলম্বে ডা. শফিকুর রহমানের মামলা বাতিল করে তাঁকে মুক্তি প্রদান করুন। অন্যথায় জনগণ আর ঘরে বসে থাকবে না। সকল জুলুম অত্যাচার-নিপীড়নের সমুচিত জবাব দেওয়া হবে। বাংলাদেশের ২০ কোটি মানুষ অন্তর দিয়ে বিশ্বাস করে কাল্পনিক জঙ্গি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো মূলত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছু নয়। এটা নিতান্তই হাস্যকর ও গর্হিত কাজ। আজকের বাংলাদেশে শুধু ডা. শফিকুর রহমানই বন্দী নয় বরং দেশের ২০ কোটি মানুষই শেখ হাসিনার কারাগারে বন্দী। ডা. শফিকুর রহমানকে মুক্তির মাধ্যমে আমরা সারাদেশের মানুষকে মুক্ত করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতায় যখন বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে জনগণ দিশেহারা, ডলার সংকটে দেশের অর্থনীতি স্থবির হয়ে আছে, জনগণের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, ভোট ও ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমতাবস্থায় জনগণের মুক্তির ১০ দফা ঘোষণা করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি দিয়েছেন সেই সময় ডা. শফিকুর রহমানসহ ২০ দলের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। আমরা পরিস্কারভাবে বলে দিতে চাই নেতৃবৃন্দকে গ্রেফতার করে এই আন্দোলন বন্ধ করা যাবেনা। আমরা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহঃ সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলামসহ কারাবন্দি সকল বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় রাজপথের যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। তিনি আগামী দিনে দেশের মানুষের মুক্তির আন্দোলন সংগ্রামে সকলকে অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।