বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও দক্ষিণ থানার উদ্যোগে মশা বাহিত ডেঙ্গু রোগের প্রাদূর্ভাবে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে আজ মশারী বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর খিলগাঁও এলাকায় ছিন্নমূল ও আসহায় মানুষের মধ্যে এই মশারী বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমীর মুহাম্মদ শাহজাহান, মহানগরী মজলিসে শুরা সদস্য ও খিলগাঁও দক্ষিণ থানার সেক্রেটারি সাজেদুর রহমান শিবলী, থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে জহিরুল হক সেলিম, শেখ মোহাম্মদ, আবিদুর রহমান, ইসাহাক মিয়া, মাহমুদুল হাসান, জামায়াত নেতা সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, জামায়াতে ইসলামী মনে করে এদেশের ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত। কারণ এদেশের অসহায় মানুষগুলো সকল রাজনৈতিক দলকে খুব ভালো ভাবে দেখে ও বুঝে গিয়েছে, আসলে যারাই ক্ষমতায় গিয়েছে তারা দুর্নীতি ও নিজেদের আখের গুছাতেই ব্যস্ত থেকে জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। জনগণের ভাগ্য পরিবর্তনে তারা কোনো ভূমিকা রাখেনি। আমরা দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের ন্যয্য পাওনা ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাউকে সাহায্যের জন্য হাত পাততে হবেনা। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামীতে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন প্রদানের উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তের পরিমাণ ঢাকা মহানগরীতে ব্যাপক আঁকার ধারণ করেছে। আমরা আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করছি, যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থ করে দিন। আর আমরা যারা সুস্থ আছি, মহান আল্লাহ আমাদেরকে সুস্থতার নেয়ামত বাড়িয়ে দিন। জামায়াতে ইসলামী যেকোনো দুর্যোগে, সংকটকালীন মূহুর্তে এদেশের মানুষের পাশে তার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে। আপনারা দেখেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের পাশে সবার আগে আমীরে জামায়াত জননেতা ডা. শফিকুর রহমান ছুটে গিয়েছেন। জামায়াত তার সামর্থের আলোকে প্রয়োজনীয় সাহায্য, সেবা, আর্থিক সহযোগিতা প্রদান করেছে। বিগত বন্যায় জামায়াতে ইসলামী এদেশের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা নিয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে সম্প্রতি বয়ে যাওয়া ঘূণিঝড় সিত্রাংয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানেও জামায়াতের আমীর সহ নেতৃবৃন্দ গিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। গৃহনিমার্ণ সামগ্রী ঢেউ টিন, নগদ অর্থসহ নানা উপকরণ প্রদান করে এসেছেন।
তিনি আরও বলেন, সরকারের অব্যবস্থাপনায় চলমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। একইসাথে ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক সেক্টর আজ ধ্বংসের মুখোমুখি। যা আমাদের এই সোনার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। তাই দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে এ অবস্থা থেকে মুক্ত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে ও মানবতার পাশে সকলে দাঁড়াবে। তিনি সকলকে এই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানান।