বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আজ রাজধানীর মতিঝিলে অস্বচ্ছল পরিবার সমূহের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। মতিঝিল দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতিঝিল দক্ষিণ থানার আমীর ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, থানা সেক্রেটারী মোঃ ইব্রাহিম হোসেন, থানা কর্মপরিষদ সদস্য মোঃ ইমাম হোসেন, এডভোকেট ওয়ালি উল্লাহ, যুবনেতা ওসমান গনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, রোজার প্রধান লক্ষ্য হচ্ছে- মানুষকে মুত্তাকী হিসেবে তৈরি করা। মানুষের পূর্ণ জীবন যেন ইসলামী নৈতিকতার উপর প্রতিষ্ঠিত থাকে তার ব্যবস্থা করা। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তাঁর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়েছি, এরপর সেই মহান রবের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের জীবনের সকল কর্মতৎপরতা, ব্যবসা-বাণিজ্য, খাওয়া-দাওয়া, আইন-কানুন ইত্যাদি সকল কার্যক্রম আল্লাহর নীতিমালা বা নির্দেশনা অনুযায়ী পরিচালনা করবো এটিই মাহে রমজানের প্রকৃত শিক্ষা।