বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার বিকালে রাজধানীর একটি মিলনায়তনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি এডভোকেট ড. মো. হেলাল উদ্দিন ও মু. দেলোয়ার হোসেন, মহানগরীর সহকারী সেক্রেটারি কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবদুস সালাম প্রমূখ নেতৃবৃন্দ।