দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা থানা। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে আজ ২২ মার্চ ২০২২ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মালিবাগ-মৌচাক মোড় থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আমিনুর রহমান, মহানগরী মজলিশে শুরা সদস্য আহসান হাবিব, শাহীন আহমদ খান, রমনা থানা সেক্রেটারি আবু রায়হান, জামায়াত নেতা আবু সায়েম, আব্দুল মুনিম খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি আরিফুর রহমান সহ রমনা থানার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে অ্যাডভোকেট ড. মোঃ হেলাল উদ্দিন বলেন, সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কারণেই দেশের সার্বিক মূল্য পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে। চাল, ডাল, পেয়াজ, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দিন দিনই জিনিসপত্রের দাম বাড়ছে। এতে জনগণের মধ্যে নাভিশ্বাস উঠেছে। জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে জনগণের মধ্যে ক্ষোভও পাল্লা দিয়ে বাড়ছে। বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ দেশকে স্থিতিশীল অবস্থায় রাখতে চাল, তেল, গ্যাস সহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, কায়েমি স্বার্থবাদী মহল সিন্ডিকেটের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। অথচ সরকার তাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ভোটারবীহিন আওয়ামীলীগ সরকার রাতের ভোটে নির্বাচিত বলেই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। গণবিচ্ছিন্ন এই সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই ব্যস্ত। এমতাবস্থায় জনগণ নিরব বসে থাকবেনা। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায় করবে। তিনি এই অবৈধ সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ব আহবান জানান।