বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ গতকাল রাতে ঢাকাস্থ বাউফলবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্যামপুর জোনের উদ্যোগে ঢাকাস্থ বাউফলবাসিদের সৌজন্যে অসহায় মেহনতি শ্রমিকদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, মোঃ নজরুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।
ড. মাসুদ বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও সামগ্রীক অগ্রযাত্রায় প্রথমে নেতৃত্বের পরিবর্তন করতে হবে। আমরা আমাদের জন্মভূমিকে ভালোবাসি। প্রিয় নবী হযরত মুহাম্মাদ সা. তার জন্মস্থানকে ভালোবাসতেন। তেমনি আমার জন্মস্থান পটুয়াখালী জেলা তথা বাউফল উপজেলাকে আমি ভালোবাসি। আমরা পুরো বাংলাদেশকে সুখি সমৃদ্ধ করে গড়তে চাই। দেশটাকে সুন্দর ভাবে গড়তে হলে প্রথমে সুন্দর কিছু মানুষ দরকার। রাসূল সা. সোনার মদিনা গঠন করেছেন, সেখানে প্রথমে তিনি সোনার মানুষ সৃষ্টি করেছিলেন। আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে চাই, আমরা যারা নিজ নিজ জেলাকে সোনার জেলা করতে চাই, সেখানে সর্বপ্রথম আমাদেরকে সোনার মানুষ বা নেতা তৈরী করতে হবে। সোনার মানুষ তৈরী করার জন্য মহান আল্লাহ আমাদেরকে একটি কুরআন দিয়েছেন, কেবল তা দিয়েই একজন সোনার মানুষ সৃষ্টি করা সম্ভব। আজকে আমাদের সমাজে লোহার মানুষ বেশী, এর পরিবর্তন আমাদেরকে আনতে হবে। দুর্ণীতি, অবিচার, বেহায়াপনা, অন্যের হক নষ্টকারী, জুলুম করা, শোষন করা, এগুলো এখন বেশি। যারা করেন মূলত তারা বেশির ভাগই নেতা। সুতরাং আগে নেতা ঠিক করতে হবে। আমাদের রাষ্ট্রের পরিবর্তন করতে হলে নেতৃত্বের পরিবর্তন করা অপরিহার্য।
ড. মাসুদ আরও বলেন, এই দেশের জনগণ তার নেতা নির্বাচন করবে, যে ক্ষমতা মানুষের রয়েছে। আমরা আমাদের দেশকে যদি সোনার দেশ করতে চাই, তাহলে শুরুতে লাগবে সত্যিকার সোনার মানুষ। নেতৃত্বের আসনে যে লোহার লোকেরা বসে আছে তাদেরকে পরিবর্তন করতে হবে। নেতা হিসেবে দুষ্কৃতিকারীরা বসে আছে, জুলুমকারীরা বসে আছে, অপশাসনকারীরা বসে আছে, তাদের পরিবর্তন করেই আমাদেরকে সোনার মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। সেই লক্ষ্যে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি জামায়াতে ইসলামীর ডাকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।