বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় তিনি বলেন, শিক্ষায় আলোকিত বাউফলকে এবার সমৃদ্ধ জনপদ হিসেবে গড়তে চাই আমরা। জ্ঞান গরিমায় নৈতিকতা সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে বাউফলের প্রতিটি মানুষকে আমরা দেখতে চাই। এ এলাকার সন্তান হিসেবে আমার দায়বদ্ধতা রয়েছে। আগামী দিনে জনগণের কল্যাণে বাউফল উপজেলা আরও উন্নয়ন অগ্রগতিতে মডেল হিসেবে গড়ে উঠবে সে স্বপ্ন আমি দেখি। বাউফলের মানুষকে সাথে নিয়ে সে কাজে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট নাজমুল আহসান। বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমানের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি আল আলামিন, পটুয়াখালী শহর ছাত্রশিবিরের সহ-সভাপতি আবুল বাশার, বাউফল উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার ইউনুস বিশ্বাস। এছাড়াও স্থানীয় সদ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের মেম্বার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জামায়াত ও শিবিরের অসংখ্য নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। সতুরাং মেধা মননে এলাকার মানুষ আরও বেশি যোগ্য হয়ে উঠুক সে আশা আমরা রাখি। সেই সাথে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বাউফলকে আমরা দেশের মধ্যে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়তে চাই। বাউফলের বিভিন্ন সমস্যা নিরসনে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও আমরা আপনাদের পাশে থাকবো।
ড. মাসুদ আরও বলেন, বাউফলের মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে আমরা বাউফলের আধুনিকায়ন করতে সার্বিক প্রদক্ষেপ গ্রহণ করবো। বাউফলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিকভাবে বাউফলকে একটি উন্নয়নশীল বাউফল হিসেবে গড়তে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।