বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আবদুল জব্বার এবার শীতের শুরুতেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার তুলে দেওয়ার জন্য আজ ঢাকার শাহজাহানপুর এলাকায় যান। এসময় তিনি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে স্থানীয় ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার প্রদান করেন।
তিনি আজ শনিবার ০৪ ডিসেম্বর ২০২১ সকালে রাজধানীর শাহজাহানপুর এলাকায় ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও শাহজাহানপুর থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচির এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শেখ শরিফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা নায়েবে আমীর মোঃ গিয়াস উদ্দীন, মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা সেক্রেটারী মোঃ সরোয়ার হোসেন, মোঃ নাহিদ জামাল, মোঃ আলমগীর হোসেন, একেএম মহিউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মুহাম্মাদ আবদুল জব্বার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে একটি আদর্শ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াত নেতৃবৃন্দের উপরে সীমাহীন জুলুম নির্যাতনের পরও জামায়াত তার আদর্শ থেকে সরে যায়নি। তিনি ইসলামী কল্যাণ রাষ্ট্রের স্বরূপ তুলে ধরে তাতে অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ইসলামের মৌলিক কল্যাণ মূলত সবার জন্যই সমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ হতে ধর্ম বর্ণ গোত্র ভেদাভেদ ভুলে সকল মানুষের পাশে অব্যহত ভাবে সহযোগিতার হাত নিয়ে সবাইকে কাজ করতে আহবান জানান।