কোভিড-১৯ প্রাদূর্ভাবে দ্বিতীয় বছরের মত দেশে চলমান করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতির মধ্যেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা বা কুরবানীর ঈদ। সে উপলক্ষ্যে রাজধানী ঢাকাবাসী সহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা জানিয়ে এক যৌথ বার্তা প্রদান করেছেন।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ধন-সম্পদ সহ সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে। ঈদুল আযহা আমাদের শুধুত্যাগ ও কুরবানীর প্রেরণায় দেয় না, সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ধনী-গরীবের বৈষম্য দূর করে আমাদেরকে শোষণ ও বঞ্চনা মুক্ত সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা দেয়। কোরবানির ঐতিহাসিক শিক্ষা অনুধাবনের মাধ্যমে মুসলমানরা এক দিকে আল্লাহর নির্দেশ পালন করেন, অন্য দিকে আল্লাহর পথে আরোও দৃঢ়ভাবে চলার জন্য মনস্থির করেন।
দেশব্যাপী এই করোনা সংক্রমণ পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন ও আয়-রোজগার বঞ্চিত হয়ে পড়েছেন। তাদের নিকটজন ও পরিবারের সদস্যদের নূন্যতম চাহিদা পূরণ করা তাদের জন্য অনেকটা অসম্ভব হয়ে পড়েছে এবং অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় আত্মত্যাগ এবং আল্লাহ তায়ালার সন্তোষ্টি হাসিলের বড় মাধ্যম। করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত সাধারণ মানুষদের সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সহ আর্থিক ও নানাবিধ সহযোগিতা কর্মসূচি অব্যহত রেখেছে। এতে জনগণ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে আমরা মনে করবো। নেতৃবৃন্দ সেইসব ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সামর্থবান সবাইকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান।
নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে ইচ্ছা ও সামর্থ্য থাকা সত্ত্বেও ধর্মপ্রাণ মুসলিমগণ এ বছরেও যথা নিয়মে হজ পালনের সুযোগ হতে বঞ্চিত হয়েছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে নেতৃবৃন্দ রাজধানী ঢাকাবাসী সহ মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে এই মহামারীর ভয়াবহতা ও বিপর্যকর অবস্থা থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন। নেতৃবৃন্দ সবাইকে সর্বাবস্থায় মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করে স্বাস্থ্য সচেতন থেকে ঈদ উৎযাপন করতে আহবান জানান।