বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আজ রাজধানী ঢাকার দু’টি পৃথক স্থানে কোভিড-১৯ ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেন। রবিবার বিকেলে মতিঝিল থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা নূরুল ইসলাম বুলবুল। মতিঝিল থানা আমীর সিরাজুল ইসলামের সভাপতিত্বে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন মতিঝিল থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, দ্বিতীয় বছরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হার বহুগুণ বেড়েছে। সেই সাথে সরকার করোনা মহামারী থেকে মানুষকে রক্ষার জন্য লকডাউন, সাট ডাউন ইত্যাদি ঘোষণা করলেও দেশের দরিদ্র দিনমজুর নি¤œবিত্ত মানুষের খাবারের সমস্যার কোন সমাধান করেনি, যা অমানবিক ও মৌলিক অধিকারের পরিপন্থী। বিশেষভাবে ঢাকা মহানগরীর স্বল্প আয়ের মানুষের জন্য এ সাট ডাউন বা লকডাউন মরার উপরে খাড়ার ঘা হিসেবে পরিণত হয়েছে। একদিকে ক্ষুধার যন্ত্রণা ও পরিবার পরিজনের ভরণপোষনের ব্যবস্থা করতে গিয়ে এসব মানুষ দূর্বিষহ জীবন যাপন করছেন। এমতাবস্থায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার মানসিকতা নিয়ে চলমান করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য সামর্থবান সকলকে এগিয়ে আসার উদাত্ত্ব আহবান জানাই।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী আর্ত-মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা এখানে ফুড প্যাকেট বিতরণ করছি। এছাড়াও করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত সাধারণ মানুষদের সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সহ আর্থিক ও নানাবিধ সহযোগিতা কর্মসূচি অব্যহত রেখেছে। এতে কেউ নূন্যতমভাবে উপকৃত হলেও আমাদের শ্রম সার্থক হয়েছে বলে আমরা মনে করবো।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণাধীন কদমতলী পশ্চিম থানা শাখার উদ্যোগে আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। কদমতলী পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মজলিশে শুরা সদস্য ও কদমতলী উত্তর থানা আমীর আবদুর রহিম জীবন। এছাড়াও ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত থানা কর্মপরিষদ সদস্য মোঃ কবিরুল ইসলাম, আবদুর রহমান, মশিউর রহমান ও স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আসন্ন কুরবানীর ঈদের মধ্যে এবার মানুষ নানাবিধ সংকটের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করছেন। এমতাবস্থায় সকলের উচিৎ স্ব স্ব অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করা। চলমান কোভিড-১৯ মোকাবেলায় সরকার সহ দল মত নির্বিশেষে সকলে এগিয়ে আসতে হবে। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইতোমধ্যেই চলমান করোনা পরিস্থিতিতে নানা কার্যক্রম পরিচালনা করছে। মানব সেবা ও কল্যাণমূলক একাজে সকলকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।