বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষানুরাগী তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং তামীরুল মিল্লাত ইয়াতীমখানার সুপার মাওলানা আব্দুল মান্নানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
নেতৃবৃন্দ মাওলানা আব্দুল মান্নানের দেশে ইসলামী শিক্ষা বিস্তারে অনবদ্য ভূমিকার কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মাওলানা আব্দুল মান্নান শুক্রবার ভোর ৩:৪০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ২ মেয়ে পরিবার সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ৮:৩০মিনিটে ঢাকার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং নিজ গ্রাম কুমিল্লার বরুড়া থানার বিষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ জুম্মা দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর খন্দকার এমদাদুল হক, সেক্রেটারি মোঃ সাদেক বিল্লাহ সহ বিভিন্ন শ্রেণি ও পেশার জনসাধারণ। মরহুমকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।