বাংলাদেশ সরকারকে জানাতে চাই শুধু নিজেদেরকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেই হবে না বরং বর্তমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই-বোনদের পক্ষে থেকে ঘোষণা দিয়ে ভূমিকা পালন করতে হবে। আমাদের মাতৃভূমি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, সেখানেও কেন ফিলিস্তিনের পক্ষে কথা বললে, প্রতিবাদ মিছিল করলে কেন বাঁধা প্রাপ্ত হতে হবে। প্রয়োজনে সরকারি ভাবে ঘোষণা দিয়ে শান্তি বাহিনী হিসেবে সেনাবাহিনী প্রেরণ করুন। নির্যাতিত ফিলিস্তিনীদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রশ্নে বাংলাদেশের অবশ্যই কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা মানবিক ও নৈতিক দায়িত্ব। আজ ১৯ মে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে ফিলিস্তিনে মুসলিম নিধন, গণহত্যা ও দখলদার ইসরাঈলের দমনপীড়নের প্রতিবাদে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিলটি দনিয়া শনির আখড়া থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ী মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন ও আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি রাসেল মাহমুদ, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারী আবুল খায়ের, ঢাকা কলেজের সভাপতি শাফিউল্লাহ প্রমুখ সহ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানার আমীর ও সেক্রেটারিবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে থাকার জন্য এবং তারা আমাদের মুসলিম ভাই সে হিসেবে ঈমানী দায়িত্ব থেকে তাদের জন্য দো’আ করার পাশাপাশি আজ আমরা এখানে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করছি। আমরা বিশ্বনেতাদের জানিয়ে দিতে চাই, অচিরেই ফিলিস্তিন থেকে শুরু হয়ে গোটা মুসিলম বিশ্ব ঐক্যবদ্ধ ভাবে বিশ্ব পরিচালনা করবে। ইসরাঈল তোমাদের দিন শেষ হয়ে এসেছে। ইসরাঈলের চলমান এই বর্বর হামলার প্রতিবাদে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে আমরা খুব অল্প সময়ের ব্যবধানে সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আমাদের মাতৃভূমি বাংলাদেশ সরকারকে আহবান জানাতে চাই, রাষ্ট্রীয় ভাবে ফিলিস্তিনের জনগণের জন্য ঔষধ সরবারহ করুন, খাদ্য সামগ্রী পাঠান, প্রয়োজনে বসত বাড়ি নির্মাণের জন্য সহযোগিতা প্রেরণ করুন। খুবই নিকটে ফিলিস্তিনকে সম্মুখে রেখে গোটা বিশ্বে আমরা ইসলামের পতাকা উড্ডিন করবো ইনশাআল্লাহ।