বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সূত্রাপুর থানার উদ্যোগে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া আজ রাজধানীর সূত্রাপুর এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও সূত্রাপুর থানা আমীর এন ইউ আহমেদ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি রবিউল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, ওয়ার্ড সভাপতি মোঃ নূরুজ্জামান প্রমূখ নেতৃবৃন্দ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমরা সবসময় পাশে আছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য ও সুন্দরের জন্য দেশে রাজনীতি করে। আমরা বাংলাদেশে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে ও মানবতার পাশে সকলে দাঁড়াবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রচেষ্টা অব্যহত রেখেছে। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহবান জানান।
জনাব ভূঁইয়া আরও বলেন, বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারা মানুষের মৌলিক অধিকার হরণ করতেই সদা ব্যস্ত আছেন। জাতীয় সকল স্বার্থ বিকিয়ে দিয়ে দেশ আজ অনিশ্চিত গন্তব্যের পথে চলছে। বিরোধী মত দমনের মাধ্যমে বাংলাদেশকে বিরাজনীতিকরণ করা হয়েছে। ক্ষমতাসীনদের অপ-রাজনীতির কারনে স্বাধীনতার মূলমন্ত্র সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচার আজও অধরা। চেতনার নামে আজ জাতিকে বিভক্ত করা হচ্ছে। আমরা বিভক্ত জাতি নয়, ঐক্যবদ্ধ জাতি চাই। কারণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।