বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নুরুল ইসলাম বুলবুল মঙ্গলবার রাজধানীর চকবাজার এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।চকবাজার থানার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব মোঃ দেলোয়ার হোসেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও চকবাজার থানার আমীর জনাব আল আমিন এর সভাপতিত্বে ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও চকবাজার থানার সেক্রেটারি জনাব এডঃ মুরাদ খান শাহীন এর পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন থানার কর্মপরিষদ সদস্য জনাব জহির আহমেদ , শূরা সদস্য মাওলানা রফিকুল ইসলাম ফরাজী, ওয়ার্ড সভাপতি জনাব মোজাম্মেল হক, মাওঃ কামাল হোসেন প্রমুখ।