বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ভিন্নধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী পূর্ব থানার উদ্যোগে ভিন্নধর্মাবলম্বী ও উপজাতি জনগোষ্ঠীর অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর শাহজাহান খান প্রমুখ নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতি, ধর্ম, বর্ণ মূখ্য নয় দেশের সকল মানুষের কল্যাণে পাশে আছে জামায়াত। হযরত মুহাম্মাদ (সা.) হচ্ছেন মানবতার মুক্তির দূত এবং মানুষের কল্যাণের পথপ্রদর্শক। সমাজের যাবতীয় অসঙ্গতি দূর করে সকল ক্ষেত্রে শান্তি ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাঁর সেই আদর্শ ও ইসলামের সুমহান লক্ষ্যকে সামনে রেখেই আমরা পথ চলছি। আমরা সকল ধর্মাবলম্বী মানুষের সুখে-শান্তিতে বসবাসের জন্য একটি নিরাপদ দেশ চাই, যেখানে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে কোন বৈষম্য ও ভেদাভেদ থাকবেনা। তাই তিনি বৈষম্য ও শোষণ মুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা পালনের আহবান জানান।
রামকৃষ্ণ মন্দিরে জামায়াতের শীতবস্ত্র বিতরণঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা দক্ষিণ থানার উদ্যোগে রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে স্থানীয় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ কামাল হোসাইন। ডেমরা দক্ষিণ থানা সেক্রেটারি এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু তালেব, আব্দুল গাফফার, এম হক আরজু, ছাত্রনেতা আমজাদ হোসাইন এবং রামকৃষ্ণ মন্দিরের সভাপতি বাবুল কৃষ্ণ সরকার সহ অত্র মন্দিরের স্থানীয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।