বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের সহকারী পরিচালক শেখ শরিফ উদ্দিনের ছোট বোন সিদ্দিকা খাতুন এবং লালবাগ থানার জামায়াত নেতা বিশিষ্ট কলামিস্ট আলী আহমদ ওয়াসেকপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ও মরহুমার কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তাদের নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম আলী আহমদ ওয়াসেকপুরী আজ ১৩সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় লালবাগের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলী আহমদ ওয়াসেকপুরী একজন প্রখ্যাত কলামিস্ট ছিলেন। বিভিন্ন জাতীয় পত্রিকায় তার অসংখ্য কলাম প্রকাশিত হয়েছে।
মরহুমা সিদ্দিকা খাতুন শনিবার রাত ৮টায় রাজধানীর ধানমন্ডি রেনেসাঁ জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর ধানমন্ডি ১৫নং স্টাফ কোয়াটার মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমার জানাজায় উপস্থিত ও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া জানাজায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, ধানমন্ডি জোনের সহকারী পরিচালক শেখ শরিফ উদ্দিন, ধানমন্ডি জোনের বিভিন্ন থানার আমীর, সেক্রেটারি ও জামায়াত নেতৃবৃন্দ।
(মুহাম্মাদ আব্দুল্লাহ সাইফ)
প্রচার সহকারি,
ঢাকা মহানগরী দক্ষিণ।