বিশ্ববরেন্য মুফাস্সিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে রাফিক বিন সাঈদীর স্ত্রী সাইয়েদা সুমাইয়া বুলবুল সাঈদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা সাইয়েদা সুমাইয়া বুলবুল এর কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা সাইয়েদা সুমাইয়া বুলবুল গতকাল ২৪ আগস্ট রাত সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি ২০১৭ সাল থেকে ক্যানসারে আক্রান্ত ছিলেন। কিছু দিন পূর্বে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২২ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি ১ছেলে ২মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২০১২ সালের ১৩ জুন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে থাকাবস্থায় তার জ্যেষ্ঠ পুত্র রাফিক বিন সাঈদী ইন্তিকাল করেন। রাফিক বিন সাঈদীর ইন্তিকালের পর তার ২ কন্যা ও ১ পুত্র সন্তানের অবলম্বন ছিলেন তাদের মাতা সাইয়েদা সুমাইয়া বুলবুল সাঈদী। আল্লাহ রাব্বুল আলামীন তার সন্তান ও আল্লামা সাঈদীর পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। মহান আল্লাহ তায়ালা তার সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
মুহাম্মাদ আব্দুল্লাহ সাইফ
প্রচার সহকারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী,
ঢাকা মহানগরী দক্ষিণ।