আজ মঙ্গলবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তার সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. আব্দুল জব্বার, পল্টন থানা আমীর আমিনুর রহমান, রমনা থানা আমীর আব্দুস সাত্তার সুমন সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
এসময় ড. মাসুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে সাক্ষাৎ করেন এবং শফিউল বারী বাবুর ইন্তেকালে আমীরে জামায়াত ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, মরহুম শফিউল বারী বাবু মঙ্গলবার ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)