বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া বলেন, মৌসুমী শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সারাদেশেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠী ও শ্রমজীবি মানুষ বেশি শীতে কষ্ট পাচ্ছেন। তাই আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশাকরি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে। তিনি শীতার্ত অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আশার জন্য সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আশার আহবান জানান।
মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পল্টন থানা আমীর ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য আবু আব্দুল্লাহর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহীন আহমদ খান, জামায়াত নেতা ওমর ফারুক, জাকির হোসেন, খলিলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
মন্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, জনগণের যেকোনো সমস্যার সমাধান করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। শীতের প্রকোপে সারাদেশে জনদুর্ভোগ সৃষ্টি হলেও সরকার দুর্গত মানুষের কল্যাণে এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি অবিলম্বে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এছাড়াও আজকে হাজারীবাগ উত্তর, মতিঝিল, ডেমরা উত্তর, খিলগাঁও পশ্চিম থানা সহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানায় শীতবস্ত্র বিতরণ করা হয়।