বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, এই প্রচন্ড শীতে আর্ত-মানবতার কল্যাণে সাড়া দিয়ে অসহায়, হত-দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের কল্যাণে সরকারের ভূমিকা হতাশাজনক। শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের দায়িত্ব হলো সরকারের। কিন্তু সরকার জনগণের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে বরাবরের মতই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বিধায় জনগণের সুখ-দুঃখের কোনো দায় সরকার রাখে না। তিনি জরুরী ভিত্তিতে দেশের দরিদ্র ও শীতার্ত মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও চকবাজার থানা আমীর আবু আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এডভোকেট মুরাদ খান শাহীন, এডভোকেট হুমায়ুন কবির সহ চকবাজার থানার কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড সভাপতিবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।
নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, জামায়াতে ইসলামী প্রচলিত কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন। জাতির যেকোন দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্থ ও দুর্গত মানুষের পাশে সব সময়ই এসে দাঁড়িয়েছে। গণমানুষের প্রতি সে দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। শত জুলুম নির্যাতন করেও সরকার জামায়াতকে জনগনের কাছ থেকে পৃথক করতে পারেনি এবং পারবেওনা ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে থেকে একটি সুন্দর, সৌহার্দপূর্ণ, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পুরনের লক্ষে ভবিষ্যতেও যেন সকল বিপদ-আপদে আপনাদের পাশে থাকতে পারি সেই দোয়া করবেন। তিনি সকল বিত্তবান মানুষদের অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান করেন।