বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এডভোকেট ড.হেলাল উদ্দিন বলেছেন, ”২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিনের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। লাখ জনতার সীমাহীন ত্যাগ এবং কুরবানীর বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের চাইতেও কঠিন বিষয় হলো স্বাধীনতা রক্ষা এবং স্বাধীনতার লক্ষ্যসমূহ অর্জন করা। এক্ষেত্রে সফল না হলে একটি স্বাধীন রাষ্ট্রও পরিণত হতে পারে ব্যর্থ রাষ্ট্রে। একটি রাষ্ট্রের সম্পদের স্বল্পতা স্বত্বেও ঐক্য ও সংহতির বদৌলতে সেই রাষ্ট্র ও জাতিকে অনেক দূর এগিয়ে নেওয়া যায়। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীনতার লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্য ও সংহতি, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়কে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অথচ সরকারের ভ্রান্তনীতির ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক সহিষ্ণুতার অভাব পরিলক্ষিত হচ্ছে যার ফলে জাতীয় ঐক্য ও সংহতির ক্ষেত্রে আমরা ক্রমেই পিছিয়ে পড়ছি। তাই স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে অবিলম্বে ক্ষমতাসীন সরকার ও দেশের রাজনীতিবিদদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করতে হবে।”
আজ বুধবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও পল্টন থানা আমীর আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন খান, আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহীন আহমদ খান, খন্দকার মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
আব্দুস সবুর ফকির বলেন, আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ও অধিকার নিয়ে বেঁচে থাকতে জাতির বীর সন্তানেরা স্বাধীনতা এনেছিল। কিন্তু সেই স্বাধীনতাকে আজ বিকিয়ে দেয়ার পাঁয়তারা চলছে অথচ কোন আধিপত্যবাদী শক্তির গোলামি করার জন্য এদেশ স্বাধীন হয়নি। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় জনগনকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে আহবান জানান।
মোকাররম হোসাইন খান বলেন, গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক মূল্যবোধ ধবংস করে আওয়ামী সরকার আজ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। আওয়ামী সরকারের জুলুম-নির্যাতন, অপশাসন ও স্বৈরতান্ত্রিক আচরণ বাংলাদেশকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে আজীবন ক্ষমতা দখলে রাখতে চায়।
এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানায় থানায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাজারীবাগ উত্তর থানাঃ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ উত্তর থানার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এডভোকেট ড.হেলাল উদ্দিন। আরোও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, সুলতান কবির, ফখরুল ইসলাম, ইব্রাহীম খলিল, খোরশেদ আলম, সাজ্জাদ পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খিলগাঁও পূর্ব থানাঃ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও পূর্ব থানার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমীর আব্দুর রহমান সাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আশরাফুল আলম ইমন, থানা কর্মপরিষদ সদস্য রওশন জামান, ছামিমুর রহমান শামীম প্রমুখ নেতৃবৃন্দ।
খিলগাঁও পশ্চিম থানাঃ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর এ এম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ইলিয়াস মৃধা, থানা কর্মপরিষদ সদস্য জুলফিকার আলী, মাহমুদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
লালবাগ থানাঃ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের লালবাগ থানার উদ্দ্যোগে স্থানীয় এক মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে থানা আমীর আবু আনাস মুহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে শিশু, গাইনী ও অবস এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি নজরুল ইসলাম খান, জামায়াত নেতা আবু হাসেম, আবদুল ওয়াহাব, সিরাজুল মজিদ প্রমুখ নেতৃবৃন্দ।
চকবাজার থানাঃ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও চকবাজার থানা আমীর মু.আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা সেক্রেটারী এডভোকেট মুরাদ খান শাহীন। আরও উপস্থিত ছিলেন থানা শুরা ও কর্মপরিষদ সদস্য জহীর আহম্মদ, জামায়াত নেতা মোহাম্মদ শাহজাহান, মো: মোকসেদুল্লাহ, ছাত্রশিবিরের চকবাজার থানা সভাপতি আল আমীন ও সেক্রেটারি মাঈনুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
ধানমন্ডি থানাঃ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি থানার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও ধানমন্ডি থানা আমীর এডভোকেট জসীম উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আরোও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ।