আগামী ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়ে আজ ২৪ মার্চ ২০১৯ এক যৌথ বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।
যৌথ বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ”আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিনের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও লাখ জনতার সীমাহীন ত্যাগ এবং কুরবানীর বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের চাইতেও কঠিন বিষয় হলো স্বাধীনতা রক্ষা এবং স্বাধীনতার লক্ষ্যসমূহ অর্জন করা। এক্ষেত্রে সফল না হলে একটি স্বাধীন রাষ্ট্রও পরিণত হতে পারে ব্যর্থ রাষ্ট্রে। একটি রাষ্ট্রের সম্পদের স্বল্পতা স্বত্বেও ঐক্য ও সংহতির বদৌলতে সেই রাষ্ট্র ও জাতিকে অনেক দূর এগিয়ে নেওয়া যায়। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীনতার লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্য ও সংহতি, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়কে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অথচ সরকারের ভ্রান্তনীতির ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক সহিষ্ণুতার অভাব পরিলক্ষিত হচ্ছে যার ফলে জাতীয় ঐক্য ও সংহতির ক্ষেত্রে আমরা ক্রমেই পিছিয়ে পড়ছি। তাই স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে অবিলম্বে ক্ষমতাসীন সরকার ও দেশের রাজনীতিবিদদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করতে হবে।”
নেতৃবৃন্দ আরোও বলেন, স্বাধীনতার ঘোষনা ও মুক্তি আন্দোলন ছিল এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। স্বাধীনতা যুদ্ধে অসংখ্য শহীদ জীবন দিয়ে প্রমাণ করেছেন এদেশের মানুষ কোন অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না। কিন্তু বর্তমানে আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মানুষের অধীকার আজ ভূলুন্ঠিত। মানুষ অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করতে পারছেনা। ক্ষমতাসীনদের অপরাজনীতি ও দুঃশাসনের কারণে দীর্ঘকালের পরিক্রমায়ও মানুষের অধীকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। দেশ ও ধর্ম বিরোধী কোন অপশক্তিকে এদেশের জনগণ অতীতে কখনো মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নিবে না। তাই মানুষের মৌলিক ও ভোটের অধিকার আদায়ে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলুমবাজ ও ফ্যাসীবাদী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে।
জাতীয় ঐক্য ও সংহতি, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আগামী ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে নগরবাসীসহ জামায়াতে ইসলামীর সকল নেতা-কর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।