বাংলাদেশের আধুনিক বাংলা সাহিতের অন্যতম প্রধান কবি, সাহিত্যাঙ্গনের পথিকৃৎ কবি আল মাহমুদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুম কবি আল মাহমুদ এর সাহিত্যের সকল ক্ষেত্রে অবাধ বিচরণ, তার রচিত ছড়া, কবিতা ও উপন্যাসের মাধ্যমে এদেশের মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ, দেশপ্রেম, ইসলামের সুমহান আদর্শের প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করে বলেন, তার ইন্তেকালে সাহিত্যাঙ্গনে যে শুন্যতার সৃষ্টি হলো তা সহজে পুরণ করা সম্ভব নয়। সাহিত্য জগতে তার কৃতিত্ব ও অবদানের জন্য জাতি চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
মরহুম কবি আল মাহমুদ দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এবং শুক্রবার দিবাগত রাত ১১.০০ টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এছাড়াও তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালের মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম নামাজে জানাজা আজ বেলা ১২.০০টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এবং ২য় নামাজে জানাজা বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।