বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোতয়ালী থানার মহিলা বিভাগীয় সেক্রেটারি আক্তার জাহানের মাতা সকিনা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমা সকিনা বেগমের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
মরহুমা সকিনা বেগম শুক্রবার সন্ধ্যা ০৭ টায় রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ০১ছেলে, ০৩মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষী রেখে গেছেন। মরহুমা সকিনা বেগমের ১ম নামাজে জানাজা শুক্রবার রাত ১১ টায় রাজধানীর সূত্রাপুর চামারটলী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন কোতয়ালী থানা জামায়াতের নায়েবে আমির মতিউর রহমান এবং থানা সেক্রেটারি এ কে এম গিয়াস উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজার পরে মরহুমার কফিন তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাগদিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে ২য় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমা সকিনা বেগমের দাফন সম্পন্ন হবে।