বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বংশাল থানার ৩৫নং ওয়ার্ড সভাপতি ফজলে আযীমের মাতা এবং লক্ষীপুর জেলা জামায়াতের রুকন খুরশেদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও বংশাল থানা আমীর আজমল হোসেন।
এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমা খুরশেদা বেগমের মহিলা অঙ্গনে ইসলামের প্রচার ও প্রসারে বিশেষ অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
মরহুমা খুরশেদা বেগম শুক্রবার দিবাগত রাত ২-৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি ৫ছেলে, ১মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমা খুরশেদা বেগম এর নামাজে জানাজা শনিবার জোহর নামাজের পরে তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলা শহরে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।