বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, মরহুম মাওলানা মোহাম্মদ উল্লাহ ইসলামী শ্রমণীতির প্রতিষ্ঠার আন্দোলনে যেমন ছিলেন আন্তরিক ঠিক তেমনি ছিলেন আল্লাহর পথের একজন অকুতোভয় সৈনিক। ইসলামী শ্রমণীতির বাস্তবায়নের চেয়ে দুনিয়ার অন্য কোন বিষয়ই তার কাছে প্রাধান্য পেত না। যা ইসলামী শ্রমণীতি বাস্তবায়নের জন্য নিজেকে উজাড় করে মরহুম মোহাম্মদ উল্লাহ তা প্রমান করে গেছেন।
তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর এক মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ উল্লাহর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহঃ সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিনের নির্বাহী সদস্য মোঃ নুরুল হক, ঢাকা মহানগর দক্ষিনের প্রচার সম্পাদক আশরাফ ইকবাল, শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান, ইসমাইল হোসেন, আবু হানিফ প্রমুখ নেতৃবৃন্দ।
মঞ্জুরুল ইসলাম ভুইয়া বলেন, বাংলার এ ভূখন্ডে শ্রমিকদের শোষণ-নির্যাতন থেকে মুক্তি সংগ্রামে মরহুম মোহাম্মদ উল্লাহর অবদান নতুন মাত্রা যোগ করেছিল। তার এই অবদান, ইসলামী সমাজ বিনির্মাণের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার নতুন করে প্রেরণা যোগায়। ইসলামী শ্রমণীতি বাস্তবায়নের মাধ্যমে সব শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে শ্রমিকদের জন্য উন্নত জীবনের স্বপ্ন দেখেছিলেন মরহুম মাওলানা মোহাম্মাদ উল্লাহ। তাই আজ যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইসলামী শ্রমণীতির স্বপ্ন দেখি তাদের কে তার রেখে যাওয়া কাজ সম্পন্ন করতে হবে।