মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনার শুরুতে আমি মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি, সেসব বীর শহীদদের, যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন। স্বরণ করছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। সমবেদনা জ্ঞাপন করছি,শহীদ ও যুদ্ধাহত গর্বিত পরিবারের প্রতি।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দী প্রায় ছুঁই ছুঁই। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য এ সময় কম নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা আজো স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। আপামর জনগণের অপরিসীম ত্যাগ ও কুরবানীর বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ।
দফায় দফায় দেশবিরোধী চুক্তির কারণে দেশের স্বাধীনতা হুমকির মুখে। স্বাধীন দেশে আজ স্বাধীনভাবে মত প্রকাশের, কথা বলার এমনকি গণতন্ত্র চর্চার সামান্য সুযোগ থেকেও দেশের জনগন বঞ্চিত। আজ গণতন্ত্র চার দেয়ালে বন্দি। চার দেয়ালের মধ্যে আয়োজিত বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও মাতৃভাষা দিবসের মত আলোচনা সভাও বাঁধার সম্মুখীন। ইসলাম হচ্ছে এদেশের ন্বাধীনতা স্বার্বভেীমত্বের রক্ষা কবচ। সেই ইসলামী চেতনাকে মূলোৎপাটনের নগ্ন খেলায় মেতে উঠেছে এই সরকার।
আজ শনিবার রাজধানীর এক মিলনায়াতনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।