ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান বলেছেন, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয় এমন একটি সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

রবিবার (২৭ জানুয়ারি) দয়াগঞ্জের ঢাকা রেস্টুরেন্টে ভিন্ন ধর্মাবলম্বী নারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরীফার সভাপতিত্বে এবং আসন পরিচালক কামরুল আহসান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. শাহানা পারভীন লাভলী ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ড. রাশিদা।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজস্ব পছন্দ অনুযায়ী ভোট প্রদানের আহ্বান জানান এবং ভোটাধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, মন্দির কমিটি ও পঞ্চায়েতের সাথে সমন্বয়ের মাধ্যমে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

সভায় সনাতন ধর্মের প্রতিনিধি প্রভাতী কর্মকরসহ অন্যান্য বক্তারা নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
