বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬ আসন কমিটির উদ্যোগে রবিবার (২৫ জানুয়ারি) এক বিশাল নির্বাচনী জনসভা ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান এবং ১১ দলীয় জোট সমর্থিত শাপলা কলি প্রতীকে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দীন পাটেয়ারী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জুলাই শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল হোসেন এবং জকসু ভিপি রিয়াজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ওয়ারী পূর্ব থানা আমীর মোতাসিম বিল্লাহ এবং সূত্রাপুর দক্ষিণ থানা আমীর দাইয়্যান সালেহীন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ঢাকা-৬ আসনের সকল থানা ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
