বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাবাগান পশ্চিম থানার উদ্যোগে ঢাকা-১০ সংসদীয় এলাকায় মশারী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) কলাবাগান ১ম লেনের স্থানীয় অডিটোরিয়ামে মশারী বিতরণ পূর্বক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জসীম উদ্দীন সরকার।

কলাবাগান পশ্চিম থানা আমীর মো. মাহবুবুর রশিদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধানমন্ডি জোন টিম সদস্য এডভোকেট জসীম উদ্দীন তালুকদার, হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আখতারুল আলম সোহেল, মহানগরীর কর্মপরিষদ সদস্য ফেরদৌস আরা খানম বকুল, কলাবাগান পশ্চিম থানা (মহিলা বিভাগ) সেক্রেটারি নাছিমা ফেরদৌসী পপি, সহকারী সেক্রেটারি মমতাজ মান্নান প্রমুখ।
