বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে শনিবার (০৬ ডিসেম্বর) রাতে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী) ড. আব্দুল মান্নান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়ার কায়সার হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীর মধ্যে শীর্ষ ১০ বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ১ম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ, ২য় পুরস্কার ট্যাব, ৩য় পুরস্কার স্মার্টফোন এবং ৪র্থ থেকে ১০ম বিজয়ী প্রত্যেককে একটি করে স্মার্টওয়াচ পুরস্কার দেওয়া হয়। একই ইভেন্টে অনুষ্ঠিত যুব সমাবেশে ঢাকা-৬ সংসদীয় এলাকার উপস্থিত সহস্রাধিক যুব নারী-পুরুষ নৈশ ভোজে অংশগ্রহণ করেন।
