আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার (২রা ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১০ আসনের উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধীদের ‘‘অপ্রতিরোধ্য সম্মাননা” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ভিপি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল এবং সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারি রওশন আরা।

নিউ মার্কেট থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদের পরিচালনায় স্থানীয় সাইয়েদনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অপ্রতিরোধ্য সম্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধানমন্ডি থানার সাবেক আমীর অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার, হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আখতারুল আলম সোহেল। এসময় উপস্থিত ছিলেন নারী নেত্রী সেলিনা পারভীন, কামরুন্নাহার তুরানী ও উম্মে জয়নাব; কলাবাগান পূর্ব থানা আমীর জাহিনুর রহমান এবং ধানমন্ডি থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।

সভা শেষে, উপস্থিত শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা নারী-পুরুষ, শিশু-কিশোর সকলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট, আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
