বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার (আইডিয়াল ক্লাব ওয়ার্ড) উদ্যোগে “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।


মহানগরী মজলিসে শূরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠু।

মতিঝিল দক্ষিণ থানা সেক্রেটারি মো. ইমাম হোসেনের পরিচালনায় উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট ওয়ালি উল্লাহ এবং ওসমান গনিসহ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
