বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৭ আসনের উদ্যোগে “হাজী এনায়েত উল্লাহ ফুটবল টুর্নামেন্ট” শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লালবাগ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী এনায়েত উল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক আহসান উল্লাহ, আসন সদস্য সচিব ও লালবাগ পূর্ব থানা আমীর ড. শামীমুল বারী, বংশাল দক্ষিণ থানা আমীর মাহবুবুল আলম ভূঁইয়া, চকবাজার দক্ষিণ থানা আমীর মাওলানা আনিসুর রহমান, চকবাজার উত্তর থানা আমীর মাহফুজুর রহমান, চকবাজার পশ্চিম থানা আমীর আবুল হোসেন রাজন, কামরাঙ্গীরচর উত্তর থানা আমীর মাওলানা নাজমুল হক, কামরাঙ্গীরচর পূর্ব থানা আমীর বাকী বিল্লাহ হাবিব, বংশাল পশ্চিম থানা আমীর বেলাল হোসেন এবং লালবাগ দক্ষিণ থানা আমীর মো. শহিদুল ইসলাম প্রমুখ।
