বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ পূর্ব থানার উদ্যোগে রাজধানীর মানিকদিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা কবির আহমেদ।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও সবুজবাগ পূর্ব থানা আমীর রওশন জামানের সভাপতিত্বে ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও উত্তর থানা আমীর নাসির উদ্দীন। থানা সেক্রেটারি মো. ফায়জুর রহমানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ৭৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মিজানুর রহমান, ৭৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডা. রফিকুল ইসলাম রতন, সবুজবাগ পূর্ব থানার কর্মপরিষদ সদস্য আল আমিন শেখ, আবু তাসিন, মো. মোস্তফা, মাওলানা ইউসুফ হারুনসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।

উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৪০০ জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন।
