রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে মহানগরী কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালবাগ পূর্ব থানার উদ্যোগে বুধবার (২৯ অক্টোবর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা–৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ হাজী এনায়েত উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালবাগ পূর্ব থানা আমীর ড. শামীমূল বারী এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মু. আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের স্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক ডা. তোফাজ্জল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ফয়জুর রহমান, বাদীউল কবিরসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪টি বিভাগে ৫ শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।
