২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক সংঘটিত লগি-বৈঠা তাণ্ডবের প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি থানার উদ্যোগে স্থানীয় রবীন্দ্র সরোবর মাঠে আয়োজিত এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার (ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী)।

ধানমন্ডি থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক, নিউমার্কেট থানা আমীর মাওলানা মহিবুল হক ফরিদ, মো. আনিসুজ্জামান এবং ইসলামী ছাত্রশিবির থানা সভাপতি তাহমিদ হাসান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী জোন পরিচালক শেখ শরিফ উদ্দিন, আ. ন. ম. তাজুল ইসলাম, খন্দকার মিজানুর রহমান, এমদাদুল ইসলাম, মারুফ আলম প্রমুখ।
