গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে নগরীতে মহানগর দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী ড. এ্যাড. হেলাল উদ্দিন এর নেতৃত্বে মিছিলটি মৌচাক থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট ড. মু. হেলাল উদ্দিন বলেন, ‘গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধির ঘোষণা সকল শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রার মানকে আরো বিপর্যস্ত করে তুলবে। যা অগণতান্ত্রিক, অযৌক্তিক এবং গণবিরোধী। সরকারের ভুল নীতির ফলে জ্বালানি খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার দায় জনগণের উপর চাপানোর অপচেষ্টা হিসেবে গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। জনগণ এই গণবিরোধী সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না।
তিনি আরো বলেন, এই মূহুর্তে গ্যাসের দামবৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই। কারণ যৌক্তিকভাবে বিচার করলে দেখা যাবে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তেলের সাথে গ্যাসের সম্পর্ক নিবীড় হওয়ায় বরং গ্যাসের দাম কমানোই সময়ের দাবী। সেখানে সরকার দাম বৃদ্ধির যে অবান্তর সিদ্ধান্ত নিয়েছে তা এ দেশের মানুষ কখনোই মেনে নেবে না।’ তিনি গ্যাসের মূল্য বৃদ্ধির এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য শামছুর রহমান ও কামাল হোসাইন, মহানগরী শূরা সদস্য সগির বিন সাঈদ, আমিনুল ইসলাম, মতিউর রহমান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব সভাপতি ছাত্রনেতা সোহেল রানা মিঠু, মুগদা থানা জামায়াতের সেক্রেটারী বনি আমিন, সবুজবাগ থানা সেক্রেটারী আবদুল বারী ও পল্টন থানা সেক্রেটারি নূর মোহাম্মদ মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ।