ইসলামই সকল ধর্মের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। ইসলাম অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতির ধোঁয়া তুলে দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করেছিল। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে জাতির মধ্যে বিবাদ সৃষ্টি করে গিয়েছিল।
৫৪টি বছর পার হয়ে গেছে আমাদের স্বাধীনতার। আসুন, মিলেমিশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।


দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা-৪ আসনের ৫৯ নম্বর ওয়ার্ড, কদমতলী পূর্ব থানার পক্ষ থেকে উপহার প্রদান ও ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

থানা কর্মপরিষদ সদস্য জনাব মোঃ নূরুল ইসলাম মনিরের সঞ্চালনায়, কোরআন তেলাওয়াত করেন মাওলানা জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন থানার বাইতুল মাল সম্পাদক জনাব মোঃ একাব্বর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন।