বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৮ আসনের উদ্যোগে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:০০ টায় রাজধানীর পল্টনস্থ ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ের কনফারেন্স রুমে রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানার মন্দির ও পূজা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।


মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমদ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।